প্রশাসন কোথায় নেশার গ্রাস থেকে নাগরিকদের বাঁচানাের চেষ্টা করবে, তা নয়, উল্টে মদ বিক্রি না বাড়ালে জরিমানার হুমকি দিল রাজস্তান সরকার।
সব বার মালিকদের জানানাে হয়েছে যে বছরে ১০ শতাংশ বিক্রি না বাড়ালে জরিমানার মুখে পড়তে হবে বারগুলিকে। রাজস্ব বাড়াতে ইতিমধ্যেই মদের দাম বাড়িয়েছে রাজস্থান সরকার। বেড়েছে লাইসেন্স ফি এবং ভ্যাটও। তারপরেও মদ থেকে আশানুরূপ রাজস্ব না পাওয়ায় এবার বিক্রি বাড়াতে চাপ সৃষ্টি করছে সরকার।
গত কয়েকদিনে রাজস্থানের বিভিন্ন হােটেলের অন্তত ৩০০ বারকে বিক্রিবাটা ঠিকমতাে না হওয়ায় জরিমানা করা হয়েছে। হােটেল, বার ও রেস্তরাঁর সংখ্যা ক্রমাগত বাড়ায় বারগুলি প্রতিযেগিতার মুখে পড়েছে বলে জানিয়েছেন মালিকরা। এই অবস্থায় বছরে ১০ শতাংশ বিক্রি বাড়া প্রায় অসম্ভব বলে জানিয়েছেন তারা।
সরকারই যদি মদের বিক্রি বাড়াতে এইভাবে চাপ দেয়, তাহলে যুব সমাজ আরও বেশি করে নেশার গ্রাসে চলে যাবে বলে মনে করছেন সমালােচকরা।