• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘ওয়ার্ক ফর্ম হোম’ চালু ইডির, একই পথে ‘সিবিআই’ও

করোনা সাঙ্ঘাতিক ভাবে ছড়িয়ে পড়ছে পুলিশ মহলেও। আগাম সুরক্ষার কথা ভেবে ওয়ার্ক ফর্ম চালু করেছে কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

করোনা সাঙ্ঘাতিক ভাবে ছড়িয়ে পড়ছে পুলিশ মহলেও। আগাম সুরক্ষার কথা ভেবে ওয়ার্ক ফর্ম চালু করেছে কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই কলকাতা শাখাও ওয়ার্ক ফর্ম হোম চালু করার ভাবনাচিন্তা করছে বলে খবর মিলেছে।

সিবিআই সূত্রে খবর, কলকাতার সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেসে ১৩ জন অফিসার করোনা আক্রান্ত। সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে আপাতত ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে বলে জানানো হয়েছে।

সংক্রমিত অফিসাররা কোয়ারেন্টাইনে রয়েছেন। কোভিড না কমা অবধি ওয়ার্ক ফর্ম চালু করা যায় কিনা সে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর। কলকাতা পুলিশেও বাড়ছে সংক্রমণ।

সোমবারই জানা গিয়েছিল, নতুন করে কলকাতা পুলিশের ২২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিসি ট্রাফিক সাউথেরও রিপোর্ট পজিটিভ ছিল। সোমবার পর্যন্ত ৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।

মঙ্গলবার আরও তিনজন ডিসির শরীরে কোভিডের নমুনা পাওয়া গিয়েছে। ফলে লালবাজারে ৮৬ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত।

দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ভবানীপুর থানাতেও কোভিড হানা দিয়েছে। ওসি ছাড়াও আক্রান্ত ৩০ জন পুলিশ কর্মী।

সস্ত্রীক কোভিড আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত জয়েন্ট এসটিএফ ভি সলোমন নিশাকুমার। তিনিও রয়েছেন হোম আইসোলেশনে।