• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

যন্তরমন্তরে মহিলাদের কিষাণ সংসদ

যন্তরমন্তরে মহিলা প্রতিবাদকারীদের জমায়েত নিয়ে এক প্রতিবাদকারী বলেন, 'প্রথমবার মহিলারা স্বনির্ভরভাবে কিষণ সংসদ পরিচালনা করছেন।'

যন্তরমন্তরে মহিলাদের কিষাণ সংসদ (Photo: Qamar Sibtain/IANS)

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার যন্তরমন্তরে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। যন্তরমন্তরে মহিলা প্রতিবাদকারীদের জমায়েত নিয়ে এক প্রতিবাদকারী বলেন, ‘প্রথমবার মহিলারা স্বনির্ভরভাবে কিষণ সংসদ পরিচালনা করছেন।’

কেন্দ্রের নতুন কৃষি আইনগুলাে প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন আট মাসে পড়ল। সংযুক্ত কিষাণ মাের্চার আওতাধীন ৪০ টি কৃষক ইউনিয়ন আন্দোলন চালাচ্ছেন।

দেশের কৃষি ব্যবস্থায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কিষাণ সংসদে প্রতিবাদকারী মহিলারা প্রদর্শন করবেন। সিঙ্ঘু সীমান্ত থেকে ২০০ জন মহিলাকে যন্তরমন্তরে আসার জন্য প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়েছে।