পুরুষ নন নারীরাই ভবঘুরে বেশি
যদি আমরা ভারতের নিরিখে বিচার করি তাহলে হয়তো বলব এখানকার নারীরা ঘরকুনো বেশি৷ মানে পরিবার তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ৷ তাই তাকে যদি বলা হয় পরিবার বাদ দিয়ে নিজে একা একা ঘুরে বেড়াও, তাহলে বেশিরভাগই হয়তো রাজি হবেন না৷ কিন্তু আমেরিকার এই সমীক্ষা কিন্তু উল্টোটাই বলছে৷ এই সমীক্ষা বলছে পুুরুষ নন, মহিলারাই বেশি ‘ভবঘুরে’ মানে ঘুরতে পচ্ছন্দ