• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

মোদীকে খুনের হুমকি, গ্রেপ্তার মহিলা 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার মুম্বইয়ের ৩৪ বছর বয়সের এক মহিলা। বৃহস্পতিবার তাঁকে আম্বোলি থানার পুলিশ  গ্রেপ্তার করে।  পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। তবুও কেন তিনি এই হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার  মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন আসে। ফোনে মোদীকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্রও প্রস্তত রয়েছে বলে দাবি করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার মুম্বইয়ের ৩৪ বছর বয়সের এক মহিলা। বৃহস্পতিবার তাঁকে আম্বোলি থানার পুলিশ  গ্রেপ্তার করে।  পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। তবুও কেন তিনি এই হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার  মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন আসে। ফোনে মোদীকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্রও প্রস্তত রয়েছে বলে দাবি করা হয়। এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠে মুম্বই পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ এবং ওই মহিলাকে মুম্বইয়ের আম্বোলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে।   

 
এর আগেও প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত বছর জুলাই মাসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন। ওই হুমকিদাতা ভারতে ২৬/১১ কায়দায় হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। 
 
চলতি মাসে যোগী আদিত্যনাথকেও খুনের হুমকি দেওয়া হয়।  যোগী পদত্যাগ না করলে মুম্বইয়ের নিহত বিধায়ক বাবা সিদ্দিকীর মতো হাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। ওই মহিলার উপর নজর রাখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।