আইজল, ১৯ এপ্রিল – লোকসভা নির্বাচনে তাঁদের দলের প্রার্থী জয়ী হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেবেন না । স্বাধীনভাবে মিজ়োরামবাসীর স্বার্থে কাজ করে যাবেন। শুক্রবার এমনটাই জানালেন মিজোরামের মুখ্যমন্ত্রী তথা জ়োরাম পিপলস্ মুভমেন্ট জেডপিএম-এর প্রধান লালডুহোমা।