• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আগামি বছর থেকে পৃথক কৃষি বাজেট করা হবে: গেহলট 

কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে আগামি বছর থেকে পৃথক কৃষি বাজেট পেশ করা হবে, রাজস্থান বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী অশােক গেহলট এমনটাই জানিয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। (File Photo: IANS)

কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে আগামি বছর থেকে পৃথক কৃষি বাজেট পেশ করা হবে, রাজস্থান বিধানসভার অধিবেশনে ২০২১-২২ সালের বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী অশােক গেহলট এমনটাই জানিয়েছেন। 

তিনি বলেন, দেশের প্রাণ কৃষকদের মধ্যে নিহিত রয়েছে। মহাত্মা গান্ধি দেশের শান্তিপূর্ণ অগ্রগতির লক্ষ্যে এমন মন্তব্য করে বলেছিলেন, দেশের ধনী মানুষগুলাের এটা বােঝা উচিত। 

গেহলট বলেন, ‘আমার সরকার কৃষকদের পাশে রয়েছে, তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ঋণভার থেকে কিভাবে তাদের মুক্তি দেওয়া যায়, তা ঠিক করা হচ্ছে। কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে গত বিধানসভা অধিবেশনে আমরা তিনটি বিল পাশ করেছিলাম। তারপর রাষ্ট্রপতির অনুমােদন গ্রহণের জন্য ওই বিলগুলি রাজ্যপালের কাছে পাঠানাে হয়েছিল।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, বিধানসভায় পাশ হওয়া বিলগুলাে তাড়াতাড়ি রাষ্ট্রপতির অনুমােদনের জন্য পাঠানাে হবে। আগামি বছর থেকে পৃথক কৃষি বাজেট পেশ করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে, যার দ্বারা কৃষকদের স্বার্থ ও ভবিষ্যত রক্ষা করা সম্ভব হয়।’

কোভিড ১৯ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘স্পেশ্যাল কোভিড প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে ৩৩ লাখ পরিবার পিছু ২০০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী লঘু উদ্যোগ যােজনার আওতায় ৫০,০০০ টাকা পর্যন্ত সুদ হীন ঋণ দেওয়া হবে। বিনামূল্যে পড়ুয়াদের স্কুল পােশাক ও বই দেওয়া হবে। রাজস্থান প্রশাসন স্বাস্থ্যের অধিকার বিল নিয়ে আসবে, যা রাজ্যের মানুষদের সহায়তা করবে।’