ভোপাল থেকে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং এর বিপক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে সাধভি প্রজ্ঞা সিং ঠাকুরকে দাঁড় করানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।বিজেপি শিবিরে তবু তাঁকে ঘিরে কিছুটা হোঁচট থেকেই যাচ্ছে।২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে নাম জড়িয়েছিল সাধ্বীর। ছিলেন জেল হেফাজতে। ২০১৮ সালে দীর্ঘ শুনানি শেষে এ এন আই এ জানায় তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্যপ্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হবে। হিন্দুত্ববাদের গোঁড়া সমর্থক সাধ্বী প্রজ্ঞা।তবে দিগ্বিজয় সিং এর মতো দুঁদে নেতার তুলনায় তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই।এই একটা কারণ বিজেপির ক্ষেত্রে বড় হয়ে দাঁড়াতে পারে।সূত্রের খবর আরও একটা কারণ ভাবাচ্ছে পার্টি হাইকমান্ডকে।সাম্প্রদায়িক তকমা লাগিয়েছে বিরোধীরা।সেক্ষেত্রে সাধ্বী প্রজ্ঞাকে মনোনয়ন দিলে তা দলের ভাবমূর্তির বিরুদ্ধে যেতে পারে বলে মনে করা হচ্ছে।অন্যদিকে সাধ্বী জানিয়েছেন প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য তিনি সম্পূর্ণ ভাবে তৈরি।’ আমার শারীরিক অসুস্থতার জন্য দায়ী সিং।আমার জীবনে যে দাগ পড়েছে তার জন্য আমি ওকে কোনদিন ক্ষমা করব না।দিগ্বিজয় সিংকে হারানোর জন্য আমি প্রস্তুত’।