• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

পদত্যাগ না করলে বাবা সিদ্দিকীর মতো অবস্থা হবে! হুমকি যোগীকে

সলমন খানের পর এবার যোগী আদিত্যনাথ। বাবা সিদ্দিকী পরিণতি উল্লেখ করে এবার হুমকি দেওয়া হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

সলমন খানের পর এবার যোগী আদিত্যনাথ! বাবা সিদ্দিকীর পরিণতি উল্লেখ করে এবার হুমকি দেওয়া হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে হুমকি পেয়েছে মুম্বই পুলিশ কন্ট্রোল রুম। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেল একটি অচেনা নম্বর থেকে হুমকি-বার্তা পেয়েছে। হুমকি বার্তায় বলা হয়েছে, যোগী ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে বাবা সিদ্দিকীর মতো তাঁকেও মেরে ফেলব।

শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে এই হুমকি বার্তা মিলেছে। বিষয়টি খতিয়ে দেখছে মুম্বইয়ের ওরলি থানার পুলিশ। যে এই হুমকি বার্তাটি পাঠিয়েছ, তাকেও খুঁজছে পুলিশ। এই হুমকি বার্তা প্রকাশ্যে আসার পর যোগী আদিত্যনাথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা বাবা সিদ্দিকীকে ১২ অক্টোবর খুন করা হয়েছিল। বাবা সিদ্দিকী তাঁর ছেলে জিশান সিদ্দিকীর অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন। বাবা সিদ্দিকীর বুকে গুলি লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হলেও বাবা সিদ্দিকীকে বাঁচানো যায়নি। পুলিশ এই হত্যা মামলার তদন্ত করছে। সিদ্দিকী খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাবা সিদ্দিকীর হত্যার পর অভিনেতা সলমন খানকেও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বাবা সিদ্দিকী হত্যা মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে। ফেসবুকের একটি পোস্ট ভাইরাল হতে শুরু করে। পোস্টে বলা হয়েছে, সলমন খান এবং দাউদকে যে সাহায্য করবে, তার অ্যাকাউন্ট ঠিকঠাক থাকবে। এছাড়াও একটি হ্যাশট্যাগে লেখা ছিল, লরেন্স বিষ্ণোই গ্রুপ, আনমোল বিষ্ণোই, অঙ্কিত ভাদু শেরেওয়ালা।