• facebook
  • twitter
Friday, 25 April, 2025

‘বাড়িতে ঢুকে মারব’, ফের প্রাণনাশের হুমকি সলমনকে

ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সলমন খানকে। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়।

ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সলমন খানকে। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হুমকি বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতীরা। একাধিক আততায়ী ভাইজানের বাড়িতে ঢুকে তাঁর বাড়ি এবং গাড়ি উড়িয়ে দেবে।

বিগত কয়েক বছরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। এমনকী, তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে। কখনও অবশ্য এই নিয়ে সরাসরি মুখ খোলেননি সলমন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার সলমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘সিকন্দর’ ছবির প্রচারে প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন অভিনেতা। হুমকি প্রসঙ্গে সলমন বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। যতটা জীবন লেখা আছে, ততদিনই বাঁচব। কখনও কখনও আমাদের এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।’

‘হাম সাথ-সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। সেই থেকেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সলমনের ‘শত্রুতা’ শুরু। গত বছর সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়। এরই মধ্যে সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় তোলপাড় পড়ে যায়। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। লাগাতার হুমকি পাওয়ার জন্য সলমনের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। বর্তমানে অভিনেতা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।