ক্রমশই অসহনীয় হয়ে উঠছে দিল্লির দূষণ পরিস্থিতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দিল্লির বায়ুদূষণ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক মহল। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল দিল্লির বর্তমান পরিস্থিতি। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দিল্লির দূষণ ঠেকাতে কেন্দ্রের কাছে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমতি চেয়েছে আপ সরকার। মঙ্গলবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় সরকারকে লেখা এক চিঠিতে কৃত্রিম বৃষ্টিপাতের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানান। মন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় কৃত্রিম বৃষ্টি। ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ সৃষ্টি হয়েছে।’