• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

রাজ্যে করোনা পরীক্ষার হার কম কেন চিঠি কেন্দ্রের

উৎসবের মরশুম শেষে কোভিড গ্রাফে স্বস্তি। কমেছে দৈনিক সংক্রমণ। তবে এখনও কয়েকটি রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের।

প্রতীকী ছবি (Photo: SNS)

উৎসবের মরশুম শেষে কোভিড গ্রাফে স্বস্তি। কমেছে দৈনিক সংক্রমণ। তবে এখনও কয়েকটি রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে আরও একবার বাংলার সরকারকে চিঠি পাঠালেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

বাংলার পাশাপাশি নাগাল্যান্ড, সিকিম, মহারাষ্ট্র, কেরল, গোয়া, মণিপুর, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, মিজোরাম, পাঞ্জাব, রাজস্থান এবং লাদাখ সরকারকেও চিঠি পাঠানো হয়েছে।