সতর্ক করল ‘হু’ করােনা সংক্রমণ দ্রুত বাড়ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)'র ডিরেক্টর টেড্রস আধানম। (File Photo: AFP)

করােনার গ্রাফ জুন মাসে উল্লেখযােগ্যভাবে কমেছিল। কিন্তু জুলাই মাসে ফের করােনার গ্রাফ ঊর্দ্ধমুখী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ১২ শতাংশ সংক্রমণ বেড়েছে। সেই সঙ্গে কোভিডে মৃত্যুও বেড়েছে।

এক সপ্তাহে গােটা বিশ্বে মােট ৩.৪ মিলিয়ন মানুষ করােনায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে দৈনিক গড়ে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার। যদিও এক সপ্তাহ আগে সেই দৈনিক পরিসংখ্যান ছিল গড়ে চার লাখ।

সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে ইন্দোনেশিয়া, ব্রিটেন, ব্রাজিল, ভারত এবং আমেরিকায়। গত সপ্তাহে করােনায় মৃত্যু হয়েছিল ৫৭ হাজার জনের। চলতি সপ্তাহে সেই পরিসংখ্যান এক লাফে পৌঁছে গিয়েছে ৪ লাখে। করােনার এই তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে।


‘কোভিড থার্ড ওয়েভ’- এর প্রাথমিক পর্যায়ে রয়েছে বিশ্বের বহু দেশ। ফলে এই প্রাথমিকতা কাটিয়ে উঠে করােনা পুরােদমে জাঁকিয়ে বসলে মৃত্যুহার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে ১১১ টি দেশ করােনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে গিয়েছে।