• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

ফেব্রুয়ারিতে ৯৭ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটস অ্যাপ

বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংস্থাটি জানিয়েছে, মূলত ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এআই ও একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তারা অবিরাম কাজ করে চলেছে।

প্রতীকী চিত্র

গত ফেব্রুয়ারি মাসে প্রায় ৯৭ লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট বন্ধ করে দিল হোয়াটস অ্যাপ। নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রি মেসেজিং ও ভিডিও কলিং সংস্থাটি। বন্ধ করে দেওয়া এই ৯৭ লক্ষ অ্যাকাউন্টের মধ্যে ১৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবহারকারীদের রিপোর্ট করার আগেই।

বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংস্থাটি জানিয়েছে, মূলত ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এআই ও একাধিক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তারা অবিরাম কাজ করে চলেছে। কাজ করছে তাদের ডেটা সায়েন্টিস্ট ও বিশেষজ্ঞ টিমও।

গুরুত্বপূর্ণ এই পদক্ষেপের পাশাপাশি ব্যবহারকারীদের এই মেসেজিং ও ভিডিও কলিং প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেজন্য সংস্থার নির্দিষ্ট নিয়ম মেনে হোয়াটস অ্যাপের ব্রডকাস্ট লিস্ট সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে। কোনও রকম স্প্যাম মেসেজ, ভুল তথ্য, জালিয়াতি বা ওই সংক্রান্ত মেসেজ শেয়ার করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।