• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

রাহুলের বিরুদ্ধে কি ব্যবস্থা ? ১৭ আগস্ট জানাতে হবে ফেসবুককে

১৭আগস্ট বিকেল ৫টায় ভার্চুয়াল শুনানিতে থাকবার নােটিশ। রাহুল গান্ধীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তা জানাতে হবে ভারতের ফেসবুক প্রধান সত্য যাদবকে।

রাহুল গান্ধি (File Photo: IANS)

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানাতে হবে ফেসবুক এর ভারতের প্রধান কে। জাতীয় শিশু রক্ষা কমিশন এর পক্ষে নােটিশ পাঠানাে হয়েছে ভারতের ফেসবুক প্রধান সত্য যাদবকে।

আগামী ১৭ আগস্ট বিকেল ৫ টায় ভার্চুয়াল শুনানিতে হাজির হতে হবে বলে জানানাে হয়েছে। সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর ইনস্টাগ্রামে এক ভিডিও এর মাধ্যমে ৯ বছরের এক নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। যা পস্কো আইনের বিরােধী।

৪ আগস্ট টুইটার কর্তৃপক্ষকে বিষয়টি জানালে টুইটার কর্তৃপক্ষ রাহুল গান্ধীর একাউন্ট ব্লক করে দেয়। এরপর জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ফেসবুককে অভিযােগ জানায়।

পাশাপাশি আগামী ১৭ আগস্ট বিকেল ৫ টায় ভার্চুয়াল শুনানিতে থাকবার নােটিশ পাঠিয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানাতে হবে ভারতের ফেসবুক প্রধান সত্য যাদবকে।