মূলত অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন -এর তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও দ্বিতীয় ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য। পশ্চিমবঙ্গও সেই ১৮ রাজ্যের মধ্যে একটি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের তলবে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিব-সহ মোট ১৮ রাজ্যের মুখ্যসচিবকে। পশ্চিমবঙ্গের তরফে আইনজীবী এদিন জানান, ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের জুডিশিয়াল কমিশন নির্দেশিত পেনশন দেওয়ার জন্য আর্থিক তহবিল বরাদ্দ করা হয়েছে। এবার বিলও উত্থাপন করা হবে।
প্রসঙ্গত, প্রাক্তন বিচারপতি ও বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সুপ্রিম কোর্টে তলব করা হয়েছিল।
নির্দেশমত হাজিরা না দিলে মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল আদালত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।