• facebook
  • twitter
Saturday, 11 January, 2025

মাত্রাতিরিক্ত ওজন সঙ্গে নানা অসুস্থতা সেনা অফিসারদের হাল ফেরাতে জারি কঠোর স্বাস্থ্যবিধি

দিল্লি, ২৯ জানুয়ারি– স্বাস্থ্যবিধি নিয়ে পুলিশ বাহিনীর সমস্যা একাধিকবার সামনে এসেছে৷ ভারতীয় সেনা বাহিনীর অফিসারদের অনেকেই স্বাস্থ্যের মানদণ্ডে পিছিয়ে পডে়ছে৷ প্রত্যাশিত শারীরিক সক্ষমতা কমে গিয়েছে বহু অফিসারের৷ অনেকেরই বয়স ও দৈহিক উচ্চতার তুলনায় ওজন অস্বাভাবিক বেশি৷ এই সমস্যাকে সামনে রেখেই সম্প্রতি অসম সরকার তিন মাসের নোটিস ধরিয়েছে পুলিশের কয়েকশো জওয়ান ও অফিসারকে৷ এই অবস্থায় সেনা অফিসারদের

দিল্লি, ২৯ জানুয়ারি– স্বাস্থ্যবিধি নিয়ে পুলিশ বাহিনীর সমস্যা একাধিকবার সামনে এসেছে৷ ভারতীয় সেনা বাহিনীর অফিসারদের অনেকেই স্বাস্থ্যের মানদণ্ডে পিছিয়ে পডে়ছে৷ প্রত্যাশিত শারীরিক সক্ষমতা কমে গিয়েছে বহু অফিসারের৷ অনেকেরই বয়স ও দৈহিক উচ্চতার তুলনায় ওজন অস্বাভাবিক বেশি৷ এই সমস্যাকে সামনে রেখেই সম্প্রতি অসম সরকার তিন মাসের নোটিস ধরিয়েছে পুলিশের কয়েকশো জওয়ান ও অফিসারকে৷
এই অবস্থায় সেনা অফিসারদের শারীরিক সক্ষমতা ফেরাতে কঠোর স্বাস্থ্যবিধি চালু হল সেনা বাহিনীতে৷  মাত্রাতিরিক্ত ওজন ছাড়াও তারা নানা ধরনের লাইফস্টাইল অসুখে আক্রান্ত৷ নতুন স্বাস্থ্যবিধিতে বলা হয়েছে, তিন মাসের মধ্যে ওজন কমাতে না পারলে চাকরি থেকে বসিয়ে দেওয়া হবে৷ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যও ইতিপূর্বে পুলিশের স্বাস্থ্যবিধি চালু করেছে৷ তবে অসমের মতো কঠোর পদক্ষেপ কোনও রাজ্য করেনি৷
বাড়তি ওজন এবং লাইফস্টাইল অসুখের সমস্যায় ভুগছে সেনা অফিসারেরাও৷ অফিসারদের পূর্ণ শারীরিক সক্ষমতা নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছে সেনা সদর দফতর৷ যেমন-
অফিসারদের শারীরিক সক্ষমতার বিষয়টি এখন থেকে দেখবেন ব্রিগেডিয়ার পদ মর্যাদার কোনও অফিসার৷ এতদিন কম্যান্ডিং অফিসারেরা এই দায়িত্ব পালন করতেন৷ তাঁদের জায়গায় নজরদারির দায়িত্ব দেওয়া হল ব্রিগেডিয়ারের মতো পদস্থ অফিসারদের৷
এতদিন শারীরিক সক্ষমতার রিপোর্ট বছরে একবার অফিসারদের বার্ষিক রিপোর্টে নথিভুক্ত করা হত৷ নতুন নিয়মে প্রতি তিন মাস অন্তর হেলথ চেকআপ ও সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ বছরে চার বারই পরীক্ষার ফল বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হবে৷
শারীরিক সক্ষমতার পরীক্ষার নয়া মানদণ্ড তৈরি করা হয়েছে৷ সেই মানদণ্ড অনুযায়ী শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য তিন মাস সময় পাবেন সংশ্লিষ্ট অফিসারেরা৷ এরমধ্যে অন্যতম হল, ওজন কমানো৷ সেনা সদর দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, শারীরিক সক্ষমতার মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ অফিসারদের প্রমোশন, গুরুত্বপূর্ণ জায়গায় এবং বিদেশে পোস্টিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে৷