জিকা ভাইরাস নিয়ে সতর্কতা

প্রতীকী ছবি (File Photo: IANS)

করোনা ভাইরাসের দোসর হয়েছিল ব্লাক ফাঙ্গাস। কোভিড থেকে সুস্থ হওয়ার পর রোগীর দেহে থাবা বসাচ্ছিল কালাে ছত্রাক। এবার আতঙ্ক বাড়ল জিকা ভাইরাস। ইতিমধ্যে কেরলে তেরাে জনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

চোখের সমস্যা, মাথা ব্যথা, সামান্য জ্বরে এধরনের উপসর্গ দেখা যাচ্ছে। বর্ষার মরশুমে এই রােগের প্রকোপ বাড়তে পারে সে কারণে জনস্বার্থে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

যাতে রাজ্যবাসী অযথা আতঙ্কিত হয়ে না পড়েন তার জন্য প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে বার্তা পাঠালাে স্বাস্থ্য ভবনে।