গরমের ছুটিতে ঘুরে আসুন ডুয়ার্সের এই নতুন অফবিট ডেস্টিনেশনে।

কলকাতা:- উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নয়, তার বাইরেও একাধিক জায়গা রয়েছে। তেমনই একটা জায়গা রকি আইল্যান্ড। একেবারে অন্য রকমের বেড়ানোর জায়গা। মূর্তি নদীর তীরে অসাধারণ জায়গা এই রকি আইল্যান্ড। উত্তরবঙ্গের একটি দিকে যেমন রয়েছে কাঞ্জনজঙ্ঘা ঠিক অন্যদিকে রয়েছে জঙ্গলের সমাবেশ। তার ঠিক মাঝেই মূর্তি নদীর পাড়ে রয়েছে এই ছোট্ট অফবিট জায়গা রকি আইল্যান্ড। শীত-গ্রীষ্ম-বর্ষা প্রায় সব ঋতুতেই এখানে আসা যায়। রকি আইল্যান্ডের সৌন্দর্য লুকিয়ে রয়েছে মূর্তি নদীকে ঘিরে। পাহাড়ের পাদদেশে মূর্তি নদীর পাড়ে ছোট্ট একটা জায়গা। রকি আইল্যান্ড এমনই একটা জায়গা যেটির কাছেই রয়েছে ভুটান সীমান্ত। পাহাড় আর ডুয়ার্সের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই রকি আইল্যান্ড। মার্চ-এপ্রিল মাসে মূর্তি নদীর জল অনেকটাই শুকিয়ে যায়। মূর্তি নদীর উপরে রয়েছে একটি ব্রেল ব্রিজ। এই ব্রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে পর্যটকরা ছবি তোলেন। রিভার বেডে নেমে ঘুরতে পারেন পর্যটকরা। তবে মূর্তি নদীর জলের স্রোত এতটাই যে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। পাথুরের রাস্তার সব বাধা পেরিয়ে কুলকুল শব্দে বয়ে চলে এই নদী। এই আইল্যান্ডের কাছে অনেক থাকার জায়গা রয়েছে। হোমস্টে থেকে হোটেল যেখানে পছন্দ সেখানেই থাকতে পারেন। এখানে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের পর্যটকরাও বেড়াতে যান। শিলিগুড়ি শহর থেকে ৮২ কিলোমিটার দূরে রয়েছে আইল্যান্ড। সামসিং থেকে তার দূরত্ব ২ কিলোমিটার। সামসিংও বেড়ানোর সুন্দর একটা জায়গা। এখানে ছোট ছোট অনেক ট্রেকিং রুট রয়েছে। অনেকেই এখানে ট্রেক করতে আসেন।