মধ্যরাতে এইমসে ভর্তি হলেন উপরাষ্ট্রমন্ত্রী জগদীপ ধনখড়। বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি অনুভব করায় এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপালের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তাদের পর্যবেক্ষণেই রয়েছেন উপরাষ্ট্রপতি।
শনিবার রাতে আচমকা বুকে ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন তিনি। রাত ২টো নাগাদ এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের অধীনে ভর্তি করানো হয় ধনখড়কে। জগদীপ ধনখড়ের অসুস্থতার খবর পেতেই দিল্লির এইমস হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি খোঁজ নেন উপরাষ্ট্রতির শারীরিক অবস্থার।
২০১৯ সালে জগদীপ ধনখড়কে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠায় নরেন্দ্র মোদী সরকার। রাজ্যপাল থাকাকালীন প্রায়শই বাংলার শাসকদল তৃণমূলের সংঘাত বাঁধত তাঁর। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ১৯৭৮-৭৯ সালে রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন ধনখড়। বিভিন্ন আদালতে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। পরে সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন ধনখড়। বেশ কয়েকবার জনপ্রতিনিধিও নির্বাচিত হন তিনি।