দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বন্ধু। গাড়ি সমেত ডুবে গিয়ে মৃত্যু হয় তাঁদের। গত শনিবার সকালে তেলেঙ্গানার ইয়ারাগিরিগুট্টার পোচামপল্লি থানা অঞ্চলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন হর্ষ, বিনয়, দীনেশ, বালু ও ভামসি।
পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, শনিবার কোঠাগুডেম অঞ্চল থেকে গাড়িতে করে আসছিলেন ৬ জন বন্ধু। তাঁদের গন্তব্যস্থল ছিল পোচামপল্লি। আন্দাজ ভোর ৫টা নাগাদ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পার্শ্ববর্তী একটি হ্রদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ১ জন গাড়ির কাঁচ ভেঙে জানলা দিয়ে কোনওমতে বেরিয়ে আসেন। বাকিরা পারেননি। ওই ৫ জনকে নিয়ে হ্রদের জলে তলিয়ে যায় গাড়িটি।
জানলা দিয়ে বেরিয়ে আসা ব্যক্তির নাম মণিকান্ত। তিনি সাঁতার কেটে পাড়ে এসে স্থানীয় বাসিন্দাদের সমস্তটা খুলে বলেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পৌঁছায় দমকলেও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলের যুগ্ম বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। গাড়িটি তোলা হলে তার থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। মণিকান্তকে জেরা করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে তারা।