লাগাতার কৃষক আন্দোলনে কি কিছুটা হলেও নমনীয় হতে চলেছেন মোদী সরকার। তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থদপ্তরের আনাচে কানাচে। এমনিতেই মোদী সরকারের বাজেটে সেভাবে জনমোহিনী প্রকল্পের ঘোষণা খুব একটা হয় না। তবে এবার সম্ভবত কিছুটা হলেও সেই পথে হাঁটছে বিজেপি সরকার। বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একরোখা মনোভাব প্রধানমন্ত্রীকে বারবার অস্বস্তিতে ফেলেছে। তাই সেই ক্ষত মলম লাগাতে বাজেটে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। তারই ফলশ্রুতি হিসেবে এবারের বাজেটে পিএম কিষান যোজনার বরাদ্দ বাড়তে পারে।
সিন্ধু সীমান্তে আন্দোলন থেকে আগামী সাধারণতন্ত্রদিবসে ট্রাক্টর মিছিলের ডাক, দাবি মানা না পর্যন্ত কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হটছেন না কৃষকেরা। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এখনও রয়েছেন অনশনে। ফলে এই আন্দোলনে যে মোদী সরকার বারবার বিব্রত হচ্ছেন তা বলাই বাহুল্য। ফলে এই অচলাবস্থা কাটাতে বাজেটে কল্পতরু হতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সূত্র থেকে জানা যাচ্ছে, আপাতত কৃষকদের ক্ষোভ মেটাতে যোজনার বরাদ্দ এক ধাক্কায় বাড়তে পারে অনেকটাই। এমনিতে পিএম কিষান যোজনার আওতায় এখন ৬ হাজার টাকা করে অনুদান পান কৃষকরা । তিন কিস্তিতে সেই টাকা দেওয়া হয়। শোনা যাচ্ছে, এবার ওই টাকার অঙ্ক বেড়ে ৮ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত করা হতে পারে। সঙ্ঘ পরিবারের কৃষক সংগঠনও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো। সেই দাবি এবার মানতে পারে মোদি সরকার।
শুধু বরাদ্দ বাড়ানোই নয়। এবারের বাজেটে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ,সংস্কারের দিকেও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রেও সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হবে। কৃষকদের দীর্ঘদিনের দাবি ফসলের ন্যূনতম সহায়কমূল্য বা এমএসপির আইনি গ্যারান্টি নিশ্চিত করা। তবে এইভাবে বাজেটে গ্যারান্টিদেওয়া সম্ভব নয়, তাই বেশ কিছু ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হতে পারে। সেই সঙ্গে মোদী আমলে সার ও কীটনাশকের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই বাজেটে সেই দামের ওপরও রাশ টানার চেষ্টা হতে পারে।