• facebook
  • twitter
Friday, 25 April, 2025

অভিজাত দুন স্কুলের ভিতরের মাজার ভাঙচুর, হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ 

দেরাদুনের বিখ্যাত ডান স্কুল চত্ত্বরে হামলা চালাল একটি হিন্দুত্ববাদী সংগঠন।  হাতুড়ি , কোদাল, কুড়ুল দিয়ে ভেঙে দেওয়া হল মাজারটি। দুন স্কুলের ভিতরেই ছিল এই মাজার। হঠাৎই আক্রমণ চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ইসলামিক এই  প্রার্থনাস্থলটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মাজার ভাঙার ভিডিও। দেরাদুনের জেলাশাসক জানান, 'আমরা একটি টিম পাঠিয়েছি, তারা তদন্ত করে দেখছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।