• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃতীয় ঢেউ মােকাবিলায় প্রতিষেধক শিশুদের 

করােনার তৃতীয় ঢেউ মােকাবিলায় এবার বারাে থেকে আঠারাে বছরের শিশু ও কিশােরদের প্রতিষেধক দেওয়ার জন্য ট্রায়াল শুরু হল।

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনার তৃতীয় ঢেউ মােকাবিলায় এবার বারাে থেকে আঠারাে বছরের শিশু ও কিশােরদের প্রতিষেধক দেওয়ার জন্য ট্রায়াল শুরু হল। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে এই ট্রায়ালের শুরু হয়েছে। 

জাইডাস, ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে এই ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়ালে অংশ নেবেন একশাে জন। অন্যদিকে সারা দেশে দেড় হাজার শিশুর ওপর হবে এই পরীক্ষা। 

গােট দেশে চুয়ান্নটি কেন্দ্রকে বাছা হয়েছে। বাছাই করা কেন্দ্রগুলিতে শিশুদের প্রতিষেধক দেওয়ার পর তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল উপস্থিত থাকবে। 

তবে তৃতীয় ঢেউতে একটিও শিশু যাতে কোনওভাবেই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।