লখনউ, ৫ ফেব্রুয়ারি– শুধুমাত্র বারাণসীর জন্যই বিপুল টাকা বরাদ্দ উত্তর প্রদেশের বাজেটে৷ রাম মন্দির উদ্বোধনের দিন ভাষণে অযোধ্যার রূপ বদলের যে পরিকল্পনার কথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন তারই আগাম ছবি দেখালেন রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না৷
সোমবার বিধানসভা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করে উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন, অযোধ্যার উন্নয়নে আরও আড়াইশো কোটি টাকা বরাদ্দ করা হল আগামী অর্থ বছরের জন্য৷ বাজেটে বিপুল টাকা বরাদ্দ হয়েছে বারাণসীর জন্য৷ তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে প্রয়াগরাজ তথা এলাহাবাদের জন্য৷ উত্তর প্রদেশের ওই মন্দির শহরে তৈরি হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে৷ ওই রাস্তার জন্য আরও দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যোগী সরকার৷
লোকসভা ভোটের মুখে রাজ্যের আরও কয়েকটি মন্দির শহরের জন্য মোটা অঙ্ক বরাদ্দ করেছে বিজেপি সরকার৷ অযোধ্যায় প্রতিদিন ২৫ হাজার পুণ্যার্থীর থাকার ব্যবস্থা করতে আলাদা অর্থ বরাদ্দ করেছে সরকার৷ রাজ্য পর্যটন নিগমের তৈরি লজে সাধারণ পরিবারের পুণ্যার্থী থেকে উচ্চবিত্ত, সকলের থাকার ব্যবস্থা থাকবে, জানিয়েছে পর্যটন দফতর৷
অযোধ্যার বরাদ্দের মধ্যে সদ্য চালু হওয়া মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়নও আছে৷ বিমান বন্দরের জন্য বাড়তি জমি অধিগ্রহণে দেড়শো কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করবে৷ এছাড়া অযোধ্যার সামগ্রিক উন্নয়নে আরও একশো কোটি বরাদ্দের ঘোষণা আছে বাজেটে৷ সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যা উন্নয়ন প্যাকেজের ৩৫ হাজার কোটি টাকার অতিরিক্ত এই বরাদ্দ৷
এছাড়া আগামী বছর কুম্ভ মেলা আয়োজনের জন্য বরাদ্দ হয়েছে আড়াই হাজার কোটি টাকা৷ কুম্ভ মেলায় সব পুণ্যার্থীর রাত্রিবাসের পরিকাঠামো তৈরি করা হচ্ছে৷
রাজ্যের আর এক ধর্মীয় শহর বারাণসীতে চালু করা হবে রোপওয়ে পরিষেবা৷ সেখানে কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মধ্যে যাতায়াতের জন্য রোপওয়ে ব্যবহার করতে পারবেন পুণ্যার্থীরা৷ এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীকে সৌর শক্তি চালিত মডেল শহর হিসাবে গডে় তোলার কথা জানিয়েছে যোগী সরকার৷