• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে খাদে গাড়ি পড়ে মৃত ৪ 

দেরাদুন, ২২ এপ্রিল – বিয়েবাড়ির আনন্দ এক লহমায় বিষাদের চেহারা নিল। বিয়েবাড়ির  আনন্দ অনুষ্ঠানে সবাই মিলে হইহই করার পর রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। কিন্তু বাড়ি আর ফেরা হল না। সোমবার উত্তরাখণ্ডের পিথোরাগড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। ঘটনায় আহত হন আরও ৪ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা সূত্রে

দেরাদুন, ২২ এপ্রিল – বিয়েবাড়ির আনন্দ এক লহমায় বিষাদের চেহারা নিল। বিয়েবাড়ির  আনন্দ অনুষ্ঠানে সবাই মিলে হইহই করার পর রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। কিন্তু বাড়ি আর ফেরা হল না। সোমবার উত্তরাখণ্ডের পিথোরাগড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। ঘটনায় আহত হন আরও ৪ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরাখণ্ডে এদিন ৮ জনকে নিয়ে গাড়িটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। অন্দোলি অঞ্চলের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এগিয়ে আসেন স্থানীয় মানুষও। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান এএসআই সুন্দর সিং বোরা। এই বিষয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা সংবাদমাধ্যমে জানান, স্থানীয়দের সহায়তায় খাদ থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।