জুলাইয়ের ১ তারিখ থেকেই শুরু হওয়ার কথা ছিল চারধাম যাত্রার। তবে করােনার কারণে উত্তরাখন্ড হাইকোর্ট চারধাম যাত্রায় স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার হাইকোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে।
আজ, বুধবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে। যদিও উত্তরাখন্ড হাইকোর্টের নির্দেশের পর চারধাম যাত্রা স্থগিত করে দিয়েছে উত্তরাখন্ড সরকার।
পরবর্তী নির্দেশ যতক্ষণ না সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত এই যাত্রা বন্ধ থাকবে। উত্তরাখন্ড সরকার চারধাম যাত্রার প্রথম পর্যায়ের কর্মসূচি ঠিক করেছিল ১ জুলাই।
দ্বিতীয় পর্যায়ের যাত্রার দিন নির্ধারিত হয়েছিল ১১ জুলাই। করােনা পরিস্থিতিতে কুম্ভমেলার অনুমতি দিয়ে প্রবল সমালােচনার মুখে পড়তে হয় উত্তরাখন্ড সরকারকে। এই নিয়ে বিস্তর অভিযােগ ওঠে।
এরপর চারধাম যাত্রার অনুমতি চেয়ে উত্তরাখন্ড সরকার দেশের শীর্ষ আদালতে গিয়েছে। এখন দেখার দেশের শীর্ষ আদালত এই যাত্রা নিয়ে কি রায় দেয়।