ফের রেল দুর্ঘটনা! এবার উত্তর প্রদেশ লাইনচ্যুত ২০টি বগি

দেশে ফের রেল দুর্ঘটনা! এবার লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের ২০টি কামরা। বুধবার সন্ধ্যায় বৃন্দাবনের কাছে সুরাতগড় পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লা বহনকারী একটি মালগাড়ির ২০টি বগি লাইনচ্যুত হয়েছে। আগ্রার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তেজ প্রকাশ আগরওয়াল জানিয়েছেন, লাইনচ্যুত হওয়ার কারণে তিনটি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

মালগাড়িটি আগ্রা থেকে দিল্লি যাচ্ছিল। রেল সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের সুরাতগড় পাওয়ার প্ল্যান্টে কয়লা বহনকারী ট্রেনের ২০টি বগি বৃন্দাবন ইয়ার্ডের পরে এগিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় আচমকা লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তবে এর জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। রেলের বিশেষ টিম তা খতিয়ে দেখছে।

এএসপি অরবিন্দ কুমার জানিয়েছেন, দিল্লিগামী একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কয়লা বোঝাই বগি লাইনচ্যুত হয়েছে। রেলের টিম বিষয়টি তদন্ত করছে। এতে কোনও প্রাণহানি ঘটেনি।


এর আগে ৭ সেপ্টেম্বর ভোরে দুর্ঘটনার কবলে ইন্দোর-জব্বলপুর সোমনাথ এক্সপ্রেস। ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কোনওক্রমে রক্ষা পান যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যায় রেলের আধিকারিকরা।

পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ট্রেনটি ইন্দোর থেকে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জব্বলপুরের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল। ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ প্ল্যাটফর্মে ঢোকার আগে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সামনের দুটি কোচ বেলাইন হয়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বার বার দুর্ঘটনার কবলে পড়ছে রেল। জুন মাসে শিলিগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ৮ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তারপর ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-মুম্বই মেল। মৃত্যু হয় বেশ কয়েকজনের। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসও দুর্ঘটনায় কবলে পড়েছে।

বারংবার দুর্ঘটনা ঘটায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, রেলের নিরাপত্তা নয়, রেলমন্ত্রী রিল বানানো নিয়ে মেতে থাকতে ভালোবাসেন। যদিও বিরোধীদের অভিযোগ মানতে চাননি বৈষ্ণব।

বুধবার দেশে আরও একটি রেল দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টা নাগাদ বিহারের মুজাফফরপুর জেলার নারায়ণপুর অনন্ত ইয়ার্ডের কাছে একটি রেকের চারটি বগি লাইনচ্যুত হয়। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও সরস্বতী চন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনার পরে ১০টিরও বেশি ট্রেনকে ডাইভার্ট করে দেওয়া হয়। কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়।