• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

উত্তর প্রদেশে নবরাত্রিতে ধর্মস্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ

চৈত্র নবরাত্রি এবং রাম নবমী উপলক্ষে মাংস বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার। শনিবার উত্তর প্রদেশ সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে

ফাইল চিত্র

চৈত্র নবরাত্রি এবং রাম নবমী উপলক্ষে মাংস বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার। শনিবার উত্তর প্রদেশ সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, নবরাত্রির ৯ দিন উত্তরপ্রদেশে ধর্মস্থানের ৫০০ মিটারের মধ্যে কোনওরকম মাংস বিক্রি চলবে না। আগামী ৬ এপ্রিল রামনবমী পর্যন্ত গোটা রাজ্যে কঠোরভাবে এই নির্দেশ কার্যকর করা হবে। ওইদিন গোটা রাজ্যের সমস্ত মাংসের দোকান বন্ধ রাখা হবে। কেউ নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, নবরাত্রির সময় কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংসের দোকান খোলা রাখা যাবে না। নির্দিষ্ট শর্তে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিতে মাছ-মাংস বিক্রির ছাড়পত্র মিললেও কোনও সামগ্রী প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। ধর্মীয় স্থানের আশেপাশে মাংস বিক্রি বন্ধ রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে কড়া পদক্ষেপ করবে সরকার। রাম নবমীর দিন উত্তর প্রদেশের সর্বত্র মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ২০১৪ এবং ২০১৭ সালে এইরকম নির্দেশিকা জারি করেছিল যোগী সরকার।

রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন, প্রতিটি জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ টিম রাজ্যজুড়ে নজরদারি চালাবে। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, ধর্মীয় স্থানের আশপাশে মাংস বিক্রি বন্ধ রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। নবরাত্রির সময় ধর্মীয় স্থানগুলির পবিত্রতা বজায় রাখতে এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

News Hub