অবশেষে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন আদালত। এজন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমেরিকার আইন অনুযায়ী, বিদেশ সচিব প্রত্যর্পণের এই নির্দেশনামায় সই করবেন৷
জানা গিয়েছে, তাহাউর রানা একজন পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী। সে ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী। বর্তমানে সে আমেরিকায় জেলবন্দি। তাকে হাতে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল দিল্লি। সম্প্রতি ভারতের আবেদনে সাড়া দিয়েছে ওয়াশিংটন। মুম্বই হামলার সঙ্গে সে যে জড়িত ছিল, তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গিয়েছে। সেই মামলায় রানাকে ভারতে এনে তদন্ত ও বিচার করা জরুরি বলে জানিয়েছে মার্কিন আদালত। ভারত ও আমেরিকার বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে খুব দ্রুত তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
প্রায় দেড় দশক আগে দিল্লি ওয়াশিংটনের কাছে আবেদন জানায়। কিন্তু ভারতের সেই আবেদন নাকচ করে দেয় আমেরিকা। এমনকি রানা মামলায় জামিনও পেয়ে যায়। ফের ১৯৯৭ সালের ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওয়াশিংটনের কাছে আবেদন জানায় ভারত। যার ফলে ২০২০ সালের জুন মাসে ফের রানাকে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। এই মামলায় রানা ক্যালিফোর্নিয়ায় একটি জামিনের আবেদন জানান। তবে তাহাউর রানার সেই আবেদন খারিজ হয়ে যায়। যার ফলে প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ হয়ে যায়।
প্রসঙ্গত গত ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়েছিল, তাহাউর রানা ‘ভারতে প্রত্যর্পণ করার যোগ্য’। কিন্তু তাহাউর রানা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করে। সে দাবি করেছিল, তাকে ভারতের হাতে তুলে দেওয়াটা আইনবিরুদ্ধ। যদিও তার সেই যুক্তি খারিজ করে দেয় ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ৷ উল্টে তাকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত সায় দেয়।