দিল্লি, ৩১ জুলাই– পূজা বিতর্কে অবশেষে ‘ইতি’ টানল ইউপিএসসি। বুধবার বিতর্কিত এই প্রশিক্ষণার্থী আইএএস অফিসারের বিরুদ্ধে চরম পদক্ষেপ করল ইউপিএসসি কর্তৃপক্ষ। ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এর আবেদনে অনিয়মের জন্য, আইএএস অফিসার হিসেবে পূজার অস্থায়ী প্রার্থীতা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে তিনি ইউপিএসসি পরিচালিত আর কোনও পরীক্ষাও দিতে পারবেন না। অর্থাৎ, তাঁর আর কোনোদিনই আইএএস অফিসার হওয়া সম্ভব নয়।
প্রশিক্ষণরত আইএএস অফিসার পূজার বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন জেলাশাসক। আর তারপরই সামনে এসেছিল ‘প্রশিক্ষণার্থী আইএএস’ অফিসার, পূজা মনোরমা দিলীপ খেড়কর ওরফে পূজা খেড়করের বিচিত্র কাহিনি। প্রশ্ন উঠেছিল, আইএএস হওয়ার জন্য তাঁর ‘ওবিসি নন-ক্রিমি লেয়ার’ এবং ‘প্রতিবন্ধী’ কোটার ব্যবহার নিয়ে। তাঁর প্রতিবন্ধকতা কতটা সত্যি, তাই নিয়ে। চতুর্দিকে এই ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যে, তদন্তে নেমেছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি।