• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

তামিলনাড়ুতে একই পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যু 

তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় একই পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।  পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। একটি পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে ৫ জনের দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় একই পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।  পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। একটি পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে ৫ জনের দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় ক্রিচি-কাড়াইকুড়ি রোডে একটি পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে একই পরিবারের ৫ জনের দেহ মেলে। বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে গাড়িটি দেখতে পাওয়া যায়।দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত গাড়িটি রাস্তায় পড়ে ছিল। গাড়িটি সরতে না দেখে এলাকার মানুষের মনে সন্দেহ দেখা দেয়। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাড়িটি খোলার পর গাড়ির ভিতর থেকে পাঁচ জনের দেহ উদ্ধার করা হয় । 

পুলিশ জানায় তাঁরা একই পরিবারের সদস্য। উদ্ধার হয় সাদেম এলাকার বাসিন্দা  মণিকন্দনের দেহ। তাঁর বয়স ৫০। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় তাঁর মা সরোজা, স্ত্রী নিত্যা এবং ১৭ বছরের ছেলে ও ১৫ বছরের মেয়ের দেহ। গাড়িটি ভিতর থেকে লক করা ছিল । সেখান থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। প্রাথমিকভাবে অনুমান, পরিবারের সদস্যরা বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন। গাড়ির ভিতর থেকে যে সুইসাইড নোট মেলে তাতে কী লেখা ছিল সে তদন্তের স্বার্থে মুখ খুলতে চায়নি পুলিশ। এই ঘটনায় কারও প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারটির বাজারে কোন  ঋণ ছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।