• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে অশান্তি

বিএসএফ অফিসাররা বিজিবির অফিসারদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। ম্যাপ দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে, তা ভারতেরই অংশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশে লাগাতার চলছে সংখ্যালঘু নির্যাতন। এর মধ্যে কেন্দ্রের নির্দেশে অনুপ্রবেশ আটকাতে স্বাভাবিকভাবে ভারত -বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। এই আবহের মধ্যেই বচসায় জড়ালো দুই দেশের সীমান্তরক্ষী বিএসএফ ও বিজিবি। মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছে দুই তরফে। এই অশান্তির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সোমবার বিকেলে শুকদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফের যৌথ তৎপরতায়। কিন্তু হঠাৎই সেখানে এসে উপস্থিত হয় বিজিবি। কাঁটাতারের বেড়া তৈরির কাজে বাধা দিয়ে তাঁদের অভিযোগ, যে এলাকায় কাজ চলছে, সেটা আদতে বাংলাদেশের এলাকা। তবে বিজিবি-র এই দাবি খারিজ করে দেন বিএসএফ কর্তারা। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষীরা। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ।

মঙ্গলবার বিএসএফ অফিসাররা বিজিবির অফিসারদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। ম্যাপ দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে, তা ভারতেরই অংশ। তারপর আর কোনও সমস্যা তৈরি করেনি বিজিবি। বেড়া দেওয়ার কাজ সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশে পালাবদলের পর দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। তার মধ্যেই সীমান্তে কাঁটাতার নিয়ে বিরোধ নতুন করে এই অশান্তিতে ইন্ধন যোগালো।