• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

মনমোহনের স্মৃতিসৌধের জন্য জায়গা দেবে কেন্দ্র

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা দেবে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা দেবে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্য শেষ হওয়ার পরই এনিয়ে পদক্ষেপ করা হবে।

শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির জন্য আজ (শুক্রবার) সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছ থেকে অনুরোধ এসেছিল। মন্ত্রিসভার বৈঠকের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খাড়গে এবং মনমোহন সিংয়ের পরিবারকে জানিয়ে দে, স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। আপাতত শেষকৃত্য এবং অন্যান্য নিয়মকানুন সম্পূর্ণ করা যেতে পারে। কারণ কমিটি তৈরি করতে হবে, বরাদ্দ করতে হবে জায়গা।

শনিবার সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে বলে জানিয়েছে কেন্দ্র।

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউপিএ সরকারের মুখ ছিলেন তিনি। ২০১৪ সালে অবশ্য মনমোহনের নেতৃত্বাধীন ইউপিএ জোট এনডিএ-র কাছে পরাজিত হয়। পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন তিনি।