• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

গবেষণায় উৎসাহ দিতে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্পে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার 

দেশের গবেষকদের গবেষণায় উৎসাহ দিতে 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্পে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।  কেন্দ্র ও রাজ্যের সমস্ত গবেষকদের সমান ও উন্নতমানের সুযোগ-সুবিধে দিতে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। আগামী তিন বছর, অর্থাৎ ২০২৭ পর্যন্ত এই প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানা গিয়েছে।  

দেশের গবেষকদের গবেষণায় উৎসাহ দিতে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্পে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।  কেন্দ্র ও রাজ্যের সমস্ত গবেষকদের সমান ও উন্নতমানের সুযোগ-সুবিধে দিতে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। আগামী তিন বছর, অর্থাৎ ২০২৭ পর্যন্ত এই প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতে উচ্চ শিক্ষার পঠনপাঠন ও গবেষণার ক্ষেত্রে এক নতুন সুযোগ পেতে চলেছেন দেশের গবেষণার সঙ্গে যুক্ত পড়ুয়ারা। শিক্ষা মন্ত্রকের প্রস্তাবে মেনে নিয়ে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’  প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সোমবার কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।  সেই বিবৃতি অনুযায়ী, ‘দেশের যুব সমাজ ও উচ্চ শিক্ষার উন্নতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে। সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ , গবেষণা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আরও উন্নত মানের গবেষণায় এই প্রকল্প সহায়তা দেবে।’ সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে ভারতকে বিশ্বের জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তঃবিভাগীয় পড়াশোনা ও গবেষণাকে উৎসাহ দেওয়া হবে।

২০২৫ থেকে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রের ৬ হাজার ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে নথিভুক্ত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠানগুলিও অন্তর্ভুক্ত থাকবে।প্রায় ১.৮ কোটি গবেষক এই প্রকল্পের সুবিধে পাবেন। তাঁদের জন্য বিশেষ গ্রন্থাগারেরও ব্যবস্থা থাকবে।, যেখান থেকে ১৩ হাজারেরও  বেশি আন্তর্জাতিক মানের জার্নাল পড়ার সুবিধা মিলবে। ইউজিসির একটি সংস্থা ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক এর আওতায় ৩০টি প্রধান আন্তর্জাতিক জার্নাল প্রকাশক এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া, প্রতিষ্ঠানগুলি চাইলে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে এই মডেলে অন্তর্ভুক্ত নয় এমন প্রকাশকদের কাছ থেকেও সাবস্ক্রিপশন নিতে পারবে। গোটা প্রক্রিয়াটি হবে ডিজিটাল মাধ্যমে।  

গত ২ বছর ধরেই এই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার চিন্তা ভাবনা করে আসছে নরেন্দ্র মোদীর সরকার। মোদীকে এই বিষয়ে বক্তব্য রাখতেও শোনা গিয়েছে। এবার তাঁর সেই উদ্যোগে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।