• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়। যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে এই পে কমিশন গঠন করা হয়েছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য মিলতে চলেছে সুখবর। অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং পেনশনভোগীদের ভাতা পর্যালোচনা করে সময়ের উপযোগী পে স্ট্রাকচার গঠিত হতে চলেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে পৌরোহিত্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে অষ্টম পে কমিশন গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে ২০২৬ সালে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মচারীদের যাতে সময়মতো নতুন বেতন কাঠামো চালু হয়, সেজন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সুপারিশ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত প্রতি দশ বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধন করা হয়। সেজন্য গঠন করা হয় পে কমিশন। এর আগে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়। ২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়। যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে এই পে কমিশন গঠন করা হয়েছিল।

এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান, খুব শীঘ্রই এই পে কমিশনের চেয়ারম্যান ও দুজন সদস্য নিযুক্ত হতে চলেছে। প্রসঙ্গত, বর্তমানে দেশে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশন গঠনের দিকে তাকিয়ে রয়েছেন।