• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ক্ষমতায় এলে জনজাতি বাদে অভিন্ন দেওয়ানি বিধি: শাহ

নভেম্বরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়েছেন শাহ। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনেরও ডাক দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

ক্ষমতায় এলেই ঝাড়খণ্ডে চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড)। তবে বাদ রাখা হবে জনজাতিদের। তাঁরা এর আওতায় পড়বেন না। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নভেম্বরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সে রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়েছেন শাহ। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনেরও ডাক দিয়েছেন তিনি। শনিবার রাতে রাঁচীতে পৌঁছন শাহ। রবিবার সেখানে একটি সভায় শাহ বলেন, ‘সরকারে এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে বিজেপি। কিন্তু আমি আশ্বাস দিচ্ছি, জনজাতিদের এর আওতার বাইরে রাখা হবে। জেএমএম সরকার মিথ্যা প্রচার করছে যে, ইউসিসি এলে জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

এছাড়া, শাহের আরও প্রতিশ্রুতি, ক্ষমতায় এসেই ঝাড়খণ্ডে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি। অনুপ্রবেশ সমস্যার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। শাহের দাবি, স্থানীয় প্রশাসনের প্রশ্রয়েই ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ হয়নি। এ বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও কটাক্ষ করেন তিনি।