উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ভবন। শুক্রবার, দুপুরের এই ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর রেলওয়ে। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘রেলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা এবং আশঙ্কাজনকভাবে আহত ব্যক্তিদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।’
জেলাশাসক সুভ্রান্ত কুমার শুক্ল জানান, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নির্মীয়মাণ ভবনের মাথার ছাদ ভেঙে পড়তেই এই বিপত্তি ঘটে। আমাদের প্রথম কাজ হল আটকে থাকা মানুষদের নিরাপদে উদ্ধার করে আনা। সেই কাজে আমরা সবরকম চেষ্টা করছি, যাতে সবাইকে উদ্ধার করা যায়।’
জানা গিয়েছে, সম্প্রতি রেলস্টেশনটির সৌন্দর্যায়নের কাজ চলছিল। যখন দুর্ঘটনা ঘটে তখন মোট ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। নির্মীয়মাণ ভবনের দোতলায়ও বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ফলে দুর্ঘটনার জেরে তাঁরা ধ্বংস্তুপের তলায় আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া ২৩ জন জখম শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে সূত্রের খবর।