• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিহারে গঙ্গায় ভেঙে পড়ল সেতু

সমস্তিপুরের গঙ্গায় ভেঙে পড়ল সেতু

এক দশকের বেশি সময় ধরে নির্মাণ কাজ চলছিল সেতুর। নির্মাণ কাজ আর সম্পূর্ণ হল না। বিহারে ফের ভেঙে পড়ল সেতু। সমস্তিপুরের গঙ্গায় ভেঙে পড়ল সেতু। জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ড্রিম প্রজেক্টের অংশ ছিল এই সেতু।

দুটি পিলারের মাঝের কাজ চলার সময়, আচমকা ভেঙে গেল সেতু। বখতিয়ারপুর ও তাজপুর, গঙ্গার দুই পাড়কে যুক্ত করতেই এই সেতু তৈরির কাজ চলছিল। দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণ কাজ চলছিল। ২০১১ সালে এই সেতুর শিলান্যাস করেন স্বয়ং নীতিশ কুমার। ২০১৬ সালের মধ্যেই এই সেতুর কাজ শেষ হয়ে যাবে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও ২০২৪ সাল হয়ে যাওয়ার পরেও সেতুর কাজ শেষ করা যায়নি। বরং ভেঙে গেল সেতু। সেতু ভেঙে পড়লেও কোনও হতাহতের খবর নেই। যদিও সাম্প্রতিক সময়ে পরপর সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিহারে। জুলাইয়ে ১৫ দিনে ৭টি সেতু ভেঙে পড়ে বিহারে।

সেপ্টেম্বরে ফের সেতু ভেঙে পড়ল। ২২ সেপ্টেম্বর বিহারের সমস্তিপুরের নন্দনী লাগুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে বখতিয়ারপুর-তাজপুর সেতুর দুটি পিলারের মধ্যে একটি স্প্যান ভেঙে পড়ে। ফলে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই সেতু বিপর্যয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন।