দিল্লি, ২ মে – বৃহস্পতিবারও জানা গেল না উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরেলি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী কারা ? গোটা দেশে এই দুই কেন্দ্রে গান্ধি পরিবারের দুই উত্তরসুরি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির নাম শোনা গেলেও তাঁরা আদৌ বিজেপির চ্যালেঞ্জের মোকাবিলা করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে । শুক্রবার , ৩ মে এই দুই কেন্দ্রেই মনোনয়ন জমার শেষ দিন। এদিকে বুধবার আমেঠী, রায়বেরেলিতে কংগ্রেস প্রার্থী নিয়ে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে বৈঠক করেন। দু’জনেই কর্নাটকের গুলবর্গায় প্রচারে গিয়েছিলেন। সেখানে জনসভার পরেই তাঁদের কথা হয়েছে। বুধবার রাহুল মধ্যপ্রদেশে প্রচারে যাচ্ছেন। তার আগে তাঁর সঙ্গেও দলের সভাপতির বৈঠক হবে বলে কংগ্রেস সূত্রের খবর। এর পরেই অমেঠী, রায়বরেলীর প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শেষ পাওয়া খবরে জানা গেছে, কংগ্রেসের নেতা-কর্মীদের অনুরোধ সত্ত্বেও প্রিয়াঙ্কা বঢরা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে রাজি নন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিনি সে কথা তিনি জানিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। কিন্তু রাহুল ওয়েনাড়ের পাশাপাশি আমেঠী বা রায়বেরেলি থেকে প্রার্থী হবেন কি না তা বৃহস্পতিবার জানা যায়নি ।