ফের এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্র। অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত দুই সন্তানের দেহ কাঁধে করে কর্দমাক্ত পথ পেরোলেন এক দম্পতি। জ্বরে ভুগছিল দুই শিশুপুত্র। কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি দম্পতি। হাসপাতাল বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। অ্যাম্বুলেন্স ভাড়া করে সন্তানদের নিয়ে যাবেন সেই সামর্থ্যও ছিল না। তাই নিজেরাই ১৫ কিলোমিটার পথ হেঁটে অসুস্থ দুই সন্তানকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই দুই সন্তানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সময়মতো চিকিৎসা না মেলায় দুই শিশুরই মৃত্যু হয় ।