আগামী ২১ জুলাই ফের ইউজিসি নেট, দুর্নীতি রুখতে ওএমআর-এর বদলে কম্পিউটারে পরীক্ষা

দিল্লি, ২৯ জুন: নেট-ইউজিসি, নিট দুর্নীতিতে উত্তাল গোটা দেশ৷ পরীক্ষার আগেই প্রশ্নপত্র পৌঁছে গেল পরীক্ষার্থীদের হাতে৷ যার বদলে চলল কোটি-কোটি টাকার খেলা৷ এই প্রশ্নফাঁসে সরতে হল এনটিএ প্রধানকে৷ শুক্রবার রাতে ইউজিসি-নেট-সহ জাতীয়স্তরের একাধিক পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল পরীক্ষা নিয়ামক সংস্থা৷ প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার সেই পুরনো পদ্ধতিতেই ভরসা জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ তার সঙ্গে সিদ্ধান্ত ওএমআর-এর বদলে কম্পিউটারে নেওয়া হবে পরীক্ষা৷

ইউজিসি-নেট পরীক্ষা হবে আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে৷ একইভাবে সিএসআইআর-নেট পরীক্ষা হবে আগামী ২৫-২৭ জুলাইয়ের মধ্যে৷ ১০ জুলাই অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা (ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি) ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)৷ স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (এআইএপিজিইটি) পরীক্ষার সূচিতে অবশ্য কোনও বদল আনা হয়নি৷ পূর্ব নির্ধারিত ৬ জুলাইয়েই হবে এই পরীক্ষা৷

গত বছর পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হত কম্পিউটারে৷ কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসত৷ সেখানেই চারটি উত্তরের মধ্যে একটি বেছে নিতে হত৷ এবারের পরীক্ষায় ওই পদ্ধতি বদলে ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছিল৷ প্রশ্নফাঁসের জেরে আবার পুরনো পদ্ধতিতে ফিরল এনটিএ৷ বিস্তারিত তথ্যের জন্য www.nta.ac.in –এ পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে৷


অন্যদিকে, তামিলনাড়ুতে যেন নিট পরীক্ষা না নেওয়া হয় সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন৷ কেন্দ্রের কাছে নিট পরীক্ষা যেন তামিলনাড়ুতে না নেওয়া হয়, সেই আবেদনই জানান তিনি৷ একইসঙ্গে জাতীয় স্তরেও নিট পরীক্ষা বন্ধ করে দেওয়ার আর্জিও জানান৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লিখেছেন, মেডিক্যালে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়ার বদলে দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখেই পড়ুয়া বাছাই করা উচিত৷ প্রবেশিকা পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উপরে অযাচিত চাপ তৈরি হয়৷
স্ট্যালিন চিঠিতে লিখেছেন, “আমরা রাজ্যে বিধানসভায় সর্বসম্মতিতে একটি বিল পাশ করেছি যেখানে নিট পরীক্ষা থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার এবং দ্বাদশ শ্রেণির মার্কশিটের ভিত্তিতে মেডিক্যালে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য এই বিল পাঠানো হয়েছে, কিন্ত্ত তা এখনও আটকে রয়েছে৷ ’ প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি পশ্চিমবঙ্গ, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, পঞ্জাব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীদেরও চিঠি লিখেছেন স্ট্যালিন৷

এবারে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷ প্রশ্নফাঁস কাণ্ডের জেরে পরদিনই পরীক্ষা বাতিল করা হয়েছিল৷ তিনদিনের ব্যবধানে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও স্থগিত করার কথা জানানো হয়েছিল৷ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করেছে কেন্দ্র৷ এবার পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল৷
উল্লেখ্য, চলতি মাসের ১৮ জুন নেওয়া হয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা৷ প্রশ্নফাঁস হওয়ায় একদিন পরেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সিবিআই৷ এরই মধ্যে পরীক্ষার নতুনসূচি প্রকাশ করল এনটিএ৷