• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা ১৬-১৭ ডিসেম্বর, দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ইউএফবিইউ’র

চলতি সপ্তাহে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি। ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা ব্যাহত হতে চলেছে

প্রতীকী ছবি (Photo:SNS)

বছর শেষ হওয়ার আগে চলতি সপ্তাহে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি। ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা ব্যাহত হতে চলেছে। চলতি সপ্তাহে আগামি ১৬ ও ১৭ ডিসেম্বর দু’দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে। ফলে এটিএম পরিষেবাও ব্যাহত হবে।

ব্যাঙ্ক বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা ধর্মঘটের ফলে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের পাশাপাশি, এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফআই সহ একাধিক সংগঠনও দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। উল্লেখ্য, প্রযুক্তিগত কারণে এর আগে ১১ ও ১২ তারিখ এসবিআইয়ের পরিষেবা বন্ধ ছিল।

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের সমস্ত শাখায় ধর্মঘটের দিনও স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য সমস্ত কর্মীদের আর্জি করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে দু’দিনের ধর্মঘটের কারণে পরিষেবার ওপর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।