মুম্বই, ৭ জুন– লোকসভা নির্বাচনে মোদি ম্যাজিক ধুলিস্যাৎ হলেও তৃতীয়বার সরকার গড়ছে এনডিএই৷ বিজেপির মুখ মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৯ জুন৷ তবে জোটসঙ্গীদের মনোভাব নিয়ে সংশয় কাটছে না৷ যদিও নতুন কিছু দল নিয়ে আশার আলো দেখতে পাচ্ছে এনডিএ৷ উদ্ধব ঠাকরের শিবসেনা নাকি আবার হাত মেলাতে পারে এনডিএ-র সঙ্গে! এখন প্রশ্ন উঠেছে দুই শিবসেনাকে নিয়েই৷ অনেকের ধারণা দুই শিবসেনা আবার মিলেমিশে এক হয়ে যাওয়ার পথে৷
তবে যাবতীয় জল্পনা উডি়য়ে শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরের তরফে জানানো হয়, তারা ইন্ডিয়া জোটেরই সদস্য থাকবে৷ এনডিএ-তে যাবে না৷ বৃহস্পতিবার শিবসেনা (ইউবিটি)-র নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী দাবি করেন, কিছু সাংবাদিক বলেছিলেন যে বিজেপি বিপুল জনমত পাবে লোকসভা নির্বাচনে৷ তা হয়নি৷ এখন তারা মিথ্যা কথা রটাচ্ছে যে শিবসেনা ইন্ডিয়া জোট ছেডে় এনডিএ জোটে সামিল হবে৷ জনপ্রিয় মিম-‘মোয়ে মোয়ে’-র প্রসঙ্গ টেনেই প্রিয়ঙ্কা চতুর্বেদী লেখেন, ‘মোয়ে মোয়ে, ইয়ে না হোয়ে, ইউ ক্যান রোয়ে রোয়ে’৷
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জোটে লডে়ছিল শিবসেনা৷ সেই সময় শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়নি৷ মহারাষ্ট্রে ৪৩টি আসন জিতেছিল এনডিএ, এর মধ্যে বিজেপি ২৩টি আসন এবং উদ্ধব ঠাকরের দল ১৮টি আসনে জয়ী হয়েছিল৷ পরের বছরই এনডিএ জোট ভেঙে যায়৷ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মিলে মহারাষ্ট্রে তৈরি হয় মহা বিকাশ আগাডি় জোট৷ এবারের লোকসভা নির্বাচনের আগেই ভেঙে দুই টুকরো হয়ে যায় শিবসেনা ও এনসিপি৷ শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির লডে়ছে ইন্ডিয়া জোটের সঙ্গে৷ একনাথ শিন্ডের শিবসেনা লডে়ছে এনডিএ-র সঙ্গে৷ অন্যদিকে শরদ পওয়ারের এনসিপি লডে়ছে ইন্ডিয়া জোটে, অজিত পওয়ারের এনসিপি এনডিএ জোটে৷ দুই শিবসেনা ও দুই এনসিপির মধ্যে মহারাষ্ট্রের জনগণ আদি দল, অর্থাৎ উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের দলের উপরই আস্থা রেখেছে৷ যেখানে একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসন পেয়েছে, সেখানেই উদ্ধব ঠাকরের শিবসেনা ৯টি আসন পেয়েছে৷ শরদ পওয়ারের এনসিপি পেয়েছে ৮টি আসন, অজিত পওয়ারের এনসিপি সেখানে একটি মাত্র আসন পেয়েছে৷ সবথেকে বেশি আসন পেয়েছে কংগ্রেস, ১৩টি আসনে জয়ী হয়েছে তারা৷