মহারাষ্ট্রে মোদীর সভায় সারি সারি খালি চেয়ার! কটাক্ষ শিবসেনার

খাঁ খাঁ করছে গোটা ময়দান। মঞ্চে বক্তৃতা দিচ্ছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ হাতে গোনা চেয়ারে রয়েছে লোকজন। সবটা দেখে উদ্ধব ঠাকরের শিবসেনার কটাক্ষ, শিবতীর্থে মোদীর সভা খালি চেয়ারে ভরা! মহারাষ্ট্রের শিবতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্টও করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে সারি সারি চেয়ার সাজানো থাকলেও লোক হাতেগোনা।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। একদিকে রাজ্যের প্রধান বিরোধী জোট মহাবিকাশ অঘাদির নেতারা প্রচারে নেমেছেন। অন্যদিকে, শিন্ডে এবং ফড়নবীস সহ দিল্লির বড় নেতারা মহাজোটের পক্ষে প্রচার শুরু করেছেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় শিবাজি পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা অনুষ্ঠিত হয়েছিল। শিবাজি পার্কে এই সভার জন্য জমকালো আয়োজন করা হয়েছিল। কিন্তু উদ্ধব ঠাকরের শিবসেনা একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছে, এই সভার জন্য সংরক্ষিত আসন পূরণ হয়নি।

দিন কয়েক আগে মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ নভেম্বর তিনটি সভা করেছেন তিনি – ছত্রপতি সম্ভাজিনগর, পানভেল এবং মুম্বইয়ে। মুম্বইয়ের শিবাজি পার্ক মাঠে প্রধানমন্ত্রী মোদীর শেষ সভা হয়েছিল। রাত ৮টার দিকে শিবাজি পার্কে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের পর একনাথ শিন্ডে বক্তৃতা দেন। এরপরই ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী।


২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্রে এবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ, গণনা ২৩ নভেম্বর। এবারের নির্বাচনে লড়াই দুটি জোটের মধ্যে – মহা বিকাশ অঘাদি (এমভিএ) এবং শাসক মহায়ুতি। এমভিএ-তে আছে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)। মহায়ুতিতে আছে – একনাথ শিন্ডের শিব সেনা, বিজেপি এবং অজির পাওয়ারের এনসিপি।

মহারাষ্ট্র দখলে রাখতে ইস্তেহারে বেশ কিছু ঘোষণা করেছে বিজেপি। পড়ুয়াদের মাসে ১০০০০ টাকা, যুবদের জন্য ২৫ লক্ষ চাকরি ছাড়াও লাডলি স্কিমে ২১০০ টাকা, ৫০ লক্ষ লাখপতি দিদি বানানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজেপি। পিছিয়ে নেই মহাবিকাশ অঘাদিও। বেকারদের প্রতি মাসে ৪০০০ টাকা, মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে এমভিএ।