• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পান্ধারপুর মন্দিরে আষাঢ় একাদশীতে ‘মহাপূজা’ উদ্ধব ঠাকরের

পুরােনাে ঐতিহ্য ও প্রথা মেনে আষাঢ় একাদশী উপলক্ষ্যে পান্ধারপুর টাউনের ভগবান ভিক্তল ও রুক্মিণী দেবীর মন্দিরে ‘মহা পুজা' করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

পুরােনাে ঐতিহ্য ও প্রথা মেনে আষাঢ় একাদশী উপলক্ষ্যে সােলাপুর জেলার পান্ধারপুর টাউনের ভগবান ভিক্তল ও রুক্মিণী দেবীর মন্দিরে ‘মহা পুজা’ করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে পান্ধারপুরের মন্দিরে‘ মহা পূজা করার সুযােগ পেলাম। রাজ্যে ওপর কোভিড় সঙ্কটের কালাে ছায়া সরিয়ে রাজ্যবাসীকে সুস্থ রাখার কামনা জানিয়েছি।

গতকাল রাত আড়াইটের সময় স্ত্রী রশ্মি ঠাকরে ও পুত্র আদিত্য ঠাকরেকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মহা পূজা করেন। এই বছর ওয়াকারি দম্পতি কেশব কোলটে ও ইন্দুবাই কোলটে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো করার সুযােগ পেয়েছেন।

প্রতিবছর মুখ্যমন্ত্রীর সঙ্গে পূজা করার জন্য ওয়াকারি দম্পতি নির্বাচন করা হয়। আষাঢ়ী একাদশী হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর তীর্থযাত্রীরা পায়ে হেঁটে পান্ধারপুর মন্দিরে এসে পূজো লেন। যদিও করােনা সংক্রমণের জেরে গত বছর থেকে তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হয়নি।

সােমবার পুণে থেকে হাতে গােনা কয়েকজন তীর্থযাত্রী মিলে ফুলে সজ্জিত বাসে করে সন্ত কবি ধ্যানেশ্বর ও তুকারামের পাদুকা বহনকারী পালকি পান্ধারপুরে নিয়ে এসেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আষাঢ় একাদশী উপলক্ষ্যে পান্ধারপুরে কয়েক লক্ষ ওয়াকারিকে দেখেছি। আমি ফের সেই ছবি দেখতে চাই। তীর্থযাত্রীদের ভিড়ে ভেসে যাবে পান্ধারপুর —কোনও স্বপ্ন নয়, আমি ভগবানকে করােনা তাড়িয়ে মানুষকে আশীর্বাদ করার বিনতি জানিয়েছি। রাজ্য প্রকারের তরফে পান্ধারপুর পুর পরিষদকে ৫ কোটি টাকার চেক দেন।