যাত্রীযান বিক্রিতে ইউকো ব্যাঙ্ক ও টাটা মোটর চুক্তি করল

ইউকো ব্যাঙ্ক টাটা মোটরের যাত্রীপরিবহণ যানের জন্য খুচরা ঋণ দেওয়ার ক্ষেত্রে এক চুক্তি করেছে।

মুম্বইতে ইউকো ব্যাঙ্ক এবং টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেডের সঙ্গে ঋণদাতা ব্যাঙ্ক হিসেবে চুক্তিতে আবদ্ধ হয়েছে।

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সোমা শঙ্কর প্রসাদ ব্যাঙ্ক ও টাটা মোটরের ব্যবসার এই চুক্তির ফলে ভবিষ্যতে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন।


ব্যাঙ্কের পক্ষে গাড়ির ডিলারদের সরাসরি বিক্রির প্রতিনিধি হিসেবেও নিযুক্ত করার জন্য প্রকল্প তৈরি করেছে।