• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ লস্কর-ই- তৈবার দুই শীর্ষ জঙ্গি

পুলওয়ামা, ৩ জুন – পাক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈবার দুই শীর্ষ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সোমবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় লাগাতার তল্লাশি ও গুলির লড়াইয়ে  উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের গুলি লড়াইয়ে দুজনকে খতম করে ভারতীয়  নিরাপত্তা বাহিনী। নিহত দুজনের একজন হল কাশ্মীর উপত্যকার অপারেশনাল কমান্ডার রিয়াজ শেঠরি এবং তার ঘনিষ্ঠ শাগরেদ রায়িস দার।

পুলওয়ামা, ৩ জুন – পাক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈবার দুই শীর্ষ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সোমবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় লাগাতার তল্লাশি ও গুলির লড়াইয়ে  উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের গুলি লড়াইয়ে দুজনকে খতম করে ভারতীয়  নিরাপত্তা বাহিনী। নিহত দুজনের একজন হল কাশ্মীর উপত্যকার অপারেশনাল কমান্ডার রিয়াজ শেঠরি এবং তার ঘনিষ্ঠ শাগরেদ রায়িস দার।

নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর গোয়েন্দার বিভাগের খাতায় রিয়াজ শেঠরি ২০১৫ সাল থেকে কাশ্মীরে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি সন্ত্রাসবাদী হামলার অভিযোগ ছিল। এ প্লাস ক্যাটেগরির জঙ্গি রিয়াজ জাতিভিত্তিক হত্যা, গ্রেনেড হামলা ছাড়াও জঙ্গি নিয়োগ করত। সরকার তার মাথার দাম ধার্য করেছিলেন ১০ লক্ষ টাকা।

দক্ষিণ কাশ্মীরে এলাকায় লস্করকে নিষ্ক্রিয় করতে নিরাপত্তা বাহিনীর এই অপারেশনের নাম ক্রিপলিং ব্লো। এদিন সকালে তল্লাশির সময় একটি গোপন ঘাঁটিতে আত্মগোপন করেছিল জঙ্গিরা। গুলিযুদ্ধের সময় সেই বাড়িটিতে আগুন ধরে যায়। পুলওয়ামার নেহামা এলাকার ওই বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে সূত্রে খবর পায় বাহিনী। তারপর থেকেই শুরু চিরুনি তল্লাশি।

সাম্প্রতিককালে নতুন করে নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুপওয়ারায় তল্লাশি অভিযান চালায় সেনা এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী।  ওই অভিযানে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি এবং যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র  উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। 

অন্যদিকে  গত ৬ মে কুলগ্রামের এনকাউন্টারে ৪ জঙ্গিকে খতম করে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রশস্ত্র।