• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট মিটতেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর, কুপওয়ারায় খতম ২ জঙ্গি 

বিধানসভা ভোট মিটতেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। কুপওয়ারা এনকাউন্টারে খতম ২ জঙ্গি। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

বিধানসভা ভোট মিটতেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। কুপওয়ারা এনকাউন্টারে খতম ২ জঙ্গি। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সেনা আধিকারিকরা জানিয়েছেন, কুপওয়ারা জেলার গুগলধর এলাকায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে দুই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনী গুলি করে ওই দু’জনকে হত্যা করে।   

সেনা সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর আসে দুই জঙ্গি পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। সেনাবাহিনী এলাকায় পৌঁছে টহল দিতে শুরু করে। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় দুই জঙ্গির। 

এদিকে শুক্রবার কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা বরাবর টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনা জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজন হাবিলদার এবং আরেকজন নায়েক।

চিনার কর্পস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ২০২৪ সালের ৪ অক্টোবর অনুপ্রবেশের চেষ্টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয়েছিল কুপওয়ারার গুগলধারে। সেনারা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। গুলি চালায় তারা। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়। অভিযান চলছে। 

গত তিন-চার মাস ধরে জঙ্গিদের সঙ্গে দফায় দফায় এনকাউন্টার হয় যৌথ নিরাপত্তাবাহিনীর। জম্মু বিভাগের ডোডা, কাঠুয়া, রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসির পাহাড়ি জেলাগুলিতে সেনাবাহিনী, স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান হামলা চালিয়েছে জঙ্গিরা।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে এবার তিনদফায় ভোট হয়েছে। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ১ অক্টোবর ভোট গ্রহণ হয়েছে। ভোটগণনা আগামী ৮ অক্টোবর।