জম্মু-কাশ্মীরে একাধিক গ্রেনেড হামলায় জড়িত দুই জঙ্গি গ্রেপ্তার। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলায় দুই জঙ্গিকে গ্রেপ্তারের পর জেরা করতেই গত এক বছরে জেলায় একাধিক গ্রেনেড হামলার রহস্যের সমাধান হয়েছে। জম্মু রেঞ্জের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি) আনন্দ জৈন এক সাংবাদিক সম্মেলনে বলেন, জেলায় দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করা হলে, দুই জঙ্গি একটি বৃহত্তর জঙ্গি হামলার কথা স্বীকার করে। গত এক বছর ধরে মন্দির, হাসপাতাল, গুরুদ্বার, সেনা এবং অন্যান্য জায়গায় গ্রেনেড হামলা হচ্ছে। ধৃত জঙ্গিরাই এই সমস্ত হামলার জন্য দায়ী।
এছাড়া বিভিন্ন জায়গায় দেশবিরোধী পোস্টার সাঁটানোর কথা স্বীকার করেছে তারা। এই বড় ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল – পুঞ্চ জেলার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা। পুলিশকর্তা বলেন, অতীতে আমরা পাকিস্তানি জঙ্গিদের মোকাবিলা করেছি, কিন্তু এই দুই জঙ্গিই স্থানীয়। এই জঙ্গিদের গ্রেপ্তার পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের পক্ষে একটি বড় সাফল্য কারণ এরাই স্থানীয় ছেলেদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করে। ধৃতরা কোথা থেকে অর্থ পেত, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি পুলিশ ওভার গ্রাউন্ড ওয়ার্কার এবং জঙ্গিদের মধ্যে সহানুভূতিশীলদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
তিনি বলেন, আমরা অনেক ওভার গ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছি। এছাড়া জঙ্গিদের সহানুভূতিশীলদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে পুঞ্চ ও রাজৌরি জেলাতেও একই ধরনের প্রচার চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।